Thursday 7 July 2016

প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : অসাধারণ একটি ব্যাকরণ / মিনহা ছিদ্দিকা

প্রমিত বাংলা ব্যাকরণ ও নির্মিতি : অসাধারণ একটি বাংলা ব্যাকরণ 

পুথিনিলয়, বাংলাবাজার, ঢাকা থেকে প্রকাশিত ‘প্রমিত বাংলাব্যাকরণ ও নির্মিতি’ একটি অসাধারণ ব্যাকরণ। ড. হায়াৎ মামুদ
ড. হায়াৎ মামুদ ও ড. মোহাম্মদ আমীন
ও ড. মোহাম্মদ আমীন-লিখিত এ গ্রন্থটি শুদ্ধ ও প্রমিত বাংলা শেখায় আগ্রহীদের জন্য হতে পারে একটি অনবদ্য সংগ্রহ।
বাজারে বেশ কয়েকটি ব্যাকরণগ্রন্থ রয়েছে। তা হলে আর একটি ব্যাকরণগ্রন্থের প্রয়োজন কী? এ প্রশ্নের উত্তর হায়াৎ মামুদ বলেন, প্রয়োজন রয়েছে এবং এ প্রয়োজনীয়তার অনিবার্যতাকে পূর্ণ করার জন্য বাংলা ভাষার একজন শিক্ষক ও বাংলাভাষী হিসাবে মাতৃভাষার প্রতি দায়বদ্ধতার অনুভূতি থেকে ‘প্রমিত বাংলা ব্যাকরণ’ গ্রন্থটি রচনা করি। ভাষা বহমান নদীর মতো গতিময় ও চঞ্চল।  নদীর প্রবাহ-ভিত মাটি কিন্তু ভাষার প্রবাহ-ভিত ভাষাভাষী জনগোষ্ঠী। এটি
 ব্যাকরণটি নিয়ে আলোচনা প্রসঙ্গে লেখক ড. মোহামম্মদ আমীন ও হায়াৎ মামুদের ভাষ্য অভিন্ন । তাঁদের মতে, বাংলা বাংলা ভাষার সূচনালগ্ন হতে নানা কারণে বিভিন্নভাবে এবং প্রযোজ্য ক্ষেত্রে বাংলা একাডেমির সিদ্ধান্তে ২০১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রমিত বানান রীতির প্রবর্তনসহ বাংলা ভাষা বা বাংলা বানানে যে পরিবর্তন, সংশোধন, সংস্কার বা বিচরণগত পরিবর্তন হয়েছে তা আলোচ্য ব্যাকরণগ্রন্থে তুলে ধরা হয়েছে। মাতৃভাষার প্রতি দায়শোধের ইচ্ছায় পরিণত বয়সে, তিনি এ গ্রন্থের জন্য যে সময় ও শ্রম দিয়েছি, তা ইতোপূর্বে আর কোনো গ্রন্থের জন্য দেননি। এভাবে বিরামহীন সময় দিয়ে লেখা এটি তার প্রথম ব্যাকরণগ্রন্থ। বাংলা একাডেমি ২০১৬ খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলা বানান ও ভাষা-রীতিতে যে পরিবর্তন বা সংস্কার করেছে- সেসব বিষয় এ গ্রন্থে উপস্থাপিত হয়েছে। এরূপ হালনাগাদ কোনো গ্রন্থ বাজারে নেই।
একাডেমি বাংলা ভাষার অবিভাবক। প্রমিত বানান, ভাষার নিয়মনীতি ও বানান বিষয়ক নানা শৃঙ্খলা নির্ধারণ এবং সময়ের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয়তার দিকে লক্ষ রেখে যথাসময়ে ভাষারূপ নদীর সুচারু নিয়ম-নীতি নির্ধারণ এর অন্যতম দায়িত্ব। পৃথিবীর বিভিন্ন দেশে পরিবর্তনের দিকে লক্ষ রেখে স্বল্পসময়ের মাঝে ওই পরিবর্তনকে প্রতিভাত করে
ব্যাকরণগ্রন্থ রচনা এবং তা সর্বস্তরের জগণের কাছে সহজলভ্য করে তোলার ঐকান্তিক প্রয়াস লক্ষণীয়। আমাদের দেশে পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রত্যাশিত সময়ে মধ্যে নতুন ভাষারীতি সৃজনের ধারাবাহিকতায় ঘাটতি দেখা যায়। রীতি প্রণীত হলেও যথাযথ প্রচার এবং সর্বসাধারণের নিকট সহজলভ্য করে তোলার ব্যবস্থা বেশ দুর্বল। সংগত কারণে হালনাগাদ ভাষারীতি ও প্রমিত বানান সম্পর্কিত পরিবর্তন খুব ক্ষুদ্র একটি জনগোষ্ঠী ছাড়া প্রায় সবার কাছে অজানা থেকে যায়। এজন্য প্রমিত ও শুদ্ধ বাংলা বানানে চলবে নৈরা্জ্য ও প্রচণ্ড স্বেচ্ছাচারিতা। এমনকি শিক্ষার্থিদের জন্য লিখিত ব্যাকরণগ্রন্থসমূহেও প্রমিত বানান সম্পর্কে বাংলা একাডেমির হালনাগাদ পরিবর্তনের যথার্থ্য প্রতিফলন দেখা যায় না। তাই অধিকাংশ বাংলাভাষীর কাছে প্রমিত বানান ও হালনাগাদ ভাষারীতি অজানাই থেকে যায়। এ বিষয়ে বৈয়াকরণ বা পণ্ডিত ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা কর্তৃপক্ষের ভূমিকাও নানা কারণে পর্যাপ্ত বলে মনে হয় না। বাংলা একাডেমি ২০১৬ খ্রিস্টাব্দে বাংলা বানান রীতির যে পরিবর্তন করেছে, তা এখনও সিংহভাগ শিক্ষার্থী এমনকি অধিকাংশ শিক্ষকেরও অজানা। এসব বিবেচনায় বাংলাভাষার সাম্প্রতিক পরিবর্তনসহ ভাষার হালনাগাদ অবস্থান-প্রকৃতির নানাদিক বিশ্লেষণ করে হালনাগদ প্রমিত বানানকে সহজলভ্য করে তোলা এবং ছাত্রছাত্রীদের এ বিষয়ে অবগত করানোর লক্ষ্যে ‘প্রমিত ব্যাকরণ ও নির্মিতি’ গ্রন্থটি রচনা করা হয়। ড. হায়াৎ মামুদ বইটি লেখার বিষয় জানালেন, “এভাবে শ্রম দিয়ে রচিত আমার এ প্রথম ব্যাকরণ গ্রন্থ। তিনি  আশা করেন, তার মৃত্যুর পরও  সহলেখক ড. মোহাম্মদ আমীন যথাপ্রয়োজনে ও যথাসময়ে ধারাবাহিক সংস্কারের মাধ্যমে আমাকে মাতৃভাষায় বাঁচিয়ে রাখবেন।
মানুষের আচার-আচরণ, আর্থসামাজিক অবস্থা, রাজনীতি, ব্যক্তিগত দর্শন এবং রাষ্ট্রীয় কাঠামোসহ অসংখ্য উপাদানের মাঝ দিয়ে ভাষাভাষীর প্রাত্যহিক যোগাযোগের প্রধান মাধ্যম হিসাবে নদীর মতো অবিরত ধেয়ে চলে। নদীর মতো ধেয়ে চলা ভাষার চলার পথে সৃষ্টি হয় নতুন শব্দ, ধ্বংস হয়ে যায় অনেক পুরানো চিহ্ন-বর্ণ-শব্দ, প্রাচীন রীতির বুক চিরে সৃষ্টি হয় নতুন রীতি; শব্দের পলিতে জেগে ওঠে অসংখ্য নতুন ভাষাচর। এসব ভাষাচরের উপর বিস্তৃত হয় নিবিড় অরণ্যের মতো রহস্যময় সম্পদে ঋদ্ধ অসীম সাহিত্যনগর- ছন্দোময় কবিতা, রূপময় গল্প, বিদগ্ধ বাণী, হৃদয়কাড়া গান আর প্রাণমগ্ন প্রকাশ। ভাষানদীর প্রবাহ এবং সৃষ্টির এ বহুমুখী দ্যোতনার বিশাল জগত অসংখ্য উপাদানের ক্রিয়াপ্রতিক্রিয়ায় অবারিতভাবে ধাবিত হয়। এজন্য নদীর মতো ভাষাও কিছুটা স্বেচ্ছাচারী, কিছুটা অনিশ্চিত, কিছুটা দুরন্ত এবং প্রায় পুরোটাই প্রকৃতির মতো উচ্ছ্বল। প্রতিনিয়ত পরিবর্তন ঘটছে ভাষার এবং তার প্রবাহ পথের। তাই এ স্বেচ্ছাচার, অনিশ্চিয়তা, দুরন্ত আর উচ্ছলতাকে স্নেহাবেশে সমন্বিত করে প্রাত্যহিক যোগাযোগের কাজে বাঙ্ময় প্রগাঢ়তার সুচারু সৌন্দর্যে মার্জিত রাখার জন্য নিত্য কিছু নিয়মনীতি প্রয়োজন হয়। যা ব্যাকরণ নামে পরিচিত। এ নিয়মনীতি নদীরূপ
লেখকদ্বয়ের সঙ্গে প্রকাশক শ্যামল পাল
ভাষাকে শাসন করার জন্য নয় বরং ভাষার আশ্রয় তথা মানুষের আচরণকে এমনভাবে সুসংহত করে তোলা, যাতে ভাষানদী তার মোহনীয় গতির বৈচিত্র্যময় ঐশ্বর্যে সাবলীল গতিতে এগিয়ে যেতে পারে কোনোরূপ বিঘ্ন ছাড়া। অধিকন্তু সুশৃঙ্খল আবেশে সর্বজনীন বোধগম্যতা আরও বৈচিত্র্যময় করে তোলার জন্যও ভাষার পরিবর্তনের দিকে লক্ষ্য রেখে স্বল্পসময়ের ব্যবধানে কিছু নিয়মনীতি বা শৃঙ্খলাসূত্র বেঁধে দিতে হয়। এ নিয়মনীতি ভাষাকে করে সুশৃঙ্খল, তার গতিকে করে অর্থবহ এবং বোধগম্যতাকে করে তোলে সর্বজনীন। আলোচ্য গ্রন্থে  মূলত এটাই প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়েছে।
ড. হায়াৎ মামুদের প্রত্যক্ষ তত্ত্বাবধানে ও বাংলা বানান-বিশেষজ্ঞ ড. মোহাম্মদ আমীনের মেধায় প্রথম বারের মতো রচিত এ ব্যাকরণ গ্রন্থটি রচনায় প্রমিত বাংলা বানান বিশেষজ্ঞ, বাংলা বানান নিয়ে একাধিক গ্রন্থের রচয়িতা ও শুদ্ধ বানান চর্চা
গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ড. মোহাম্মদ আমীন যে শ্রম ও মেধা দিয়েছেন তা তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।গ্রন্থটি বাংলা শেখায় আগ্রহী যে কোনো ব্যক্তির সংগ্রহে রাখা ও থাকা উচিত। এটি শুধু ছাত্রছাত্রীদের জন্য নয়, বরং যে কোনো ব্যক্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণকারীদেরও উপযোগী একটি অনবদ্য ব্যাকরণ। আমরা বইটির বহুল প্রচার কামনা